Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সাংস্কৃতি

 

ভাষা:

বাংলা একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক সম্প্রদায়ের ভাষা।

টাঙ্গাইলের মধুপুরের ভাষা ও সংস্কৃতি টাঙ্গাইলের ভূমি অঞ্চলটি বিচিত্র। জেলাটি একটি traditionalতিহ্যবাহী এবং বৈচিত্র্যময় প্রাচীন শহর। টাঙ্গাইল বাংলাদেশের 19 তম জেলা। আগে এই জেলার অঞ্চল নাসিরাবাদ জেলা (বর্তমানে ময়মনসিংহ জেলা) ছিল। Iansতিহাসিকদের মতে প্রাচীন টাঙ্গাইল প্রাচীন কালে আসামের কামরূপ জেলার অন্তর্ভুক্ত ছিল। 189 খ্রিস্টাব্দের 3 মে এখানে একটি মহকুমা প্রতিষ্ঠিত হয়েছিল। মহকুমাটি আতিয়া থেকে টাঙ্গাইলে 15 নভেম্বর 180 খ্রিস্টাব্দে স্থানান্তরিত হয়েছিল। এবং এই মহকুমা 1 ডিসেম্বর 179 খ্রিস্টাব্দে একটি জেলায় পরিণত হয়। টাঙ্গাইল জেলা উত্তরে ময়মনসিংহ ও জামালপুর জেলা, পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, দক্ষিণে Dhakaাকা এবং মানিকগঞ্জ জেলা, পশ্চিমে যমুনা নদী ও সিরাজগঞ্জ জেলা দ্বারা সীমাবদ্ধ। আজেলার উত্তর ও পূর্বে পাহাড়ি অঞ্চল রয়েছে। পশ্চিম অঞ্চল জুড়ে যমুনা ধলেশ্বরী, ঝিনাই, বৈরাণ লোহাজং, মরা আত্রাই প্রভৃতি নদী রয়েছে। এবং মাঝখানে খাল, বিল, বাওড়স, ছাই এবং শাখা নদী দ্বারা বেষ্টিত সমতল জমি রয়েছে।