Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যাবস্থা ও সময়সূচী

যোগাযোগ ব্যাবস্থা

মধুপুর থেকে উত্তরে জামাল পুর, পূর্বে ময়মনসিংহ এবং ঢাকা, সিরাজগঞ্জ যাওয়ার যাতায়াত ব্যাবস্থা রয়েছে।

মধুপুর টু ঢাকা।

ঢাকা থেকে মধুপুর যাওয়ার একমাত্র মাধ্যম সড়কপথ। ঢাকার মহাখালি বাস স্টেশন থেকে বিনিময় ও শুভেচ্ছা পরিবহনের বাস যায় মধুপুর। এছাড়া মহাখালী থেকে যেকোনো বাসে চড়ে টাঙ্গাইল সদরে এসে সেখান থেকেও সহজেই মধুপুর আসতে পারেন। মধুপুর সদর থেকে অটো রিকশা ভাড়া করে আসতে হবে জলছত্র বাজার। 

দিনে দিনেই ঘুরে আসা যায় মধুপুরের আনারসের হাট থেকে। তবে আপনি যদি মধুপুরে রাত্রিযাপন করতে চান সেক্ষেত্রে মধুপুর উপজেলা সদরে আবাসিক হোটেল হল-হোটেল আদিত্য, হোটেল সৈকত, হোটেল ড্রিম টাচ ইত্যাদিতে অবস্থান করতে পারেন। এসব হোটেলে ২শ’ থেকে ৮শ’ টাকায় কক্ষ আছে। এছাড়া মধুপুরের কাছাকাছি থাকার ভালো জায়গা ধনবাড়ি নবাব প্যালেস বাংলো। 

এছাড়া পূর্বানুমতি নিয়ে বনবিভাগের কোনো বিশ্রামাগারে থাকতে পারলে আপনার ভ্রমণ পরিপূর্ণ হবে। জাতীয় এ উদ্যানের ভেতরে জলই, মহুয়া, বকুল, চুনিয়া কটেজ ছাড়াও দোখলা বন বিশ্রামাগারে রাত যাপন করতে সহকারী বন সংরক্ষক অথবা টাঙ্গাইল বিভাগীয় বন কার্যালয় (০৯২১-৬৩৫২৪) থেকে অনুমতি নিয়ে বুকিং নিশ্চিত করতে হবে।

শুভেচ্ছা সকাল 6.00 টা ও সকাল 7.00 টা।

বিনিময় সকাল 8.00 টা,9.00টা, 10.00 টা,11.00টা, দুপুর 12.00টা, 01.00টা, বিকাল 02.00 টা,03.00টা,04.00টা, 05.00টা, 06.00টা,07.00টা পর্যন্ত।

মধুপুর টু ময়মনসিংহ।

প্রান্তিক সকাল 6.00 টা ও সকাল 7.00 টা।8.00 টা,9.00টা, 10.00 টা,11.00টা, দুপুর 12.00টা, 01.00টা, বিকাল 02.00 টা,03.00টা,04.00টা, 05.00টা, 06.00টা,07.00টা পর্যন্ত।

 মধুপুর টু জামালপুর ।8.00 টা,9.00টা, 10.00 টা,11.00টা, দুপুর 12.00টা, 01.00টা, বিকাল 02.00 টা,03.00টা,04.00টা, 05.00টা, 06.00টা,07.00টা পর্যন্ত।

উপজেলা নির্বাহী  অফিসারের কার্যালয় মধুপুর, টাঙ্গাইল।


উপজেলা নির্বাহী অফিসার, মধুপুর,টাঙ্গাইল।

মোবাইল নং-01762-691636

ফোনঃ ০৯২২৮-৫৬০৪১

ফ্যাক্সঃ০৯২২৮-৫৬৩৬০

ই-মেইল-unomadhupur@mopa.gov.bd