অত্র বিদ্যালয়টি আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত। টাংগাইল জেলার মধুপুর উপজেলার ৯নং অরণখোলা ইউনিয়নের ভূটিয়া গ্রামে অবস্থিত।
অত্র বিদ্যালয়টি টাংগাইল জেলার মধুপুর উপজেলাধীন ৯নং অরণখোলা ইউনিয়নের মধুপুর গড়াঞ্চলের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামীণ এলাকা ভূটিয়া গ্রামে অবস্থিত। এলাকায় ছেলেমেয়েদের প্রাথমিক বিদ্যালয় সমাপ্তির পর লেখাপড়ার সুযোগ ও এলাকায় কোন উচ্চ বিদ্যালয় না থাকায় অত্র গ্রামের শিক্ষানুরাগী ও হিতৈষী ব্যক্তিবর্গের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। শিক্ষানুরাগী ও হিতৈষী ব্যক্তিগণ হলেন, স্বর্গীয় ডিঃ নন্দ কুমার মৃঃ স্বর্গীয় জনেন্দ্র সাংমা, স্বর্গীয় নীরেন্দ্র চিরান, স্বর্গীয় রেভাঃ বিশ্বনাথ চাম্বুগং, স্বর্গীয় ব্রজেন্দ্র চাম্বুগং, মিঃ প্রকাশ চন্দ্র মৃ, মিঃ সুবোধ মারাক, মোঃ শরাফত আলী, স্বর্গীয় দীনেশ চন্দ্র বর্মন প্রমুখ এবং আরও অন্যান্য হিতৈষী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় সাবেক গারো ব্যাপ্টিষ্ট ইউনিয়ন বর্তমানে গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন (জি,বি,সি) দ্বারা বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও পরিচালনা আরম্ভ হয়। বর্তমানে ও উক্ত সংস্থার মাধ্যমেই বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। অত্র বিদ্যালয়টি ভূটিয়া জুনিয়র হাই স্কুল হিসাবে ১৯৬১ সন হইতে কার্যক্রম শুরু হয় এবং ১৯৮৪ সালে এমপিও ভূক্ত। অত্র বিদ্যালয়টি ২০১১ সাল হইতে শিক্ষা বোর্ড কর্তৃক ৯ম শ্রেণীর পাঠদানের অনুমতি প্রাপ্ত হইয়াছে।
বর্তমান গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ও পদবী ঃ
ক্রমিক নং নাম পদবী
১. মিং প্রকাশ চন্দ্র মৃ সভাপতি
২. মিং এপ্রিল ম্রি সচিব/প্রধান শিক্ষক
৩. মিং বেনেডিক্ট চিসিক সদস্য
৪. মোঃ আঃ আজিজ সদস্য
৫. মিসেস মল্লিকা রিছিল সদস্য
৬. মোঃ মোবারক হোসেন শিক্ষক প্রতিনিধি
৭. মোঃ আব্দুস সালাম শিক্ষক প্রতিনিধি
৮ম জে.এস.সি পরীক্ষা
সন পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণের সংখ্যা পাশের হার
২০১০ ২৮ ১৭ ৬১%
২০১১ ২৭ ১২ ৪৫%
২০১২ ২৩ ১৫ ৬৬%
২০১৩ ২৯ ২৯ ১০০%
এস.এস.সি পরীক্ষা
সন পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণের সংখ্যা পাশের হার
২০১৩ ১৫ ১৫ ১০০%
২০১৪ ১৩ ১৩ ১০০%
২০১৩ সালের জেএসসি পরীক্ষায় ১০জন অ+, একজন বৃত্তি প্রাপ্ত (সাধারণ)
বিদ্যালয়টির সাফল্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে অবকাঠামোসহ শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস