গোসাইবাড়ী উচ্চ বিদ্যালয়টি মধুপুর পৌর সভার ১নং ওয়ার্ডের গোসাইবাড়ী গ্রামে অবস্থিত। এই বিদ্যালয়টি মধুপুর পৌরসভার চারটি উচ্চ বিদ্যালয়ের মধ্যে একটি। বিদ্যালয়টি মধুপুর মির্জাবাড়ী রাস্তার সন্নিকটে অবস্থিত। বিদ্যালয়টির চাপাশে ৬টি প্রাথমিক বিদ্যালয় আছে।
গোসাইবাড়ী উচ্চ বিদ্যালয়টি ২০০০ইং সালে এলাকা বাসির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য মোঃ মরতুজ আলী = ১২ শতাংশ মোঃ হাফিজুর রহমান ২৫ শতাংশ মিনহাজুর রহমান = ১৩ শতাংশ। মোট = ৫০ শতাংশ জমি দান করেন।
১. সালাহ উদ্দিন আহমেদ সভাপতি
২. মোহাম্মদ হাফিজুর রহমান সদস্য সচিব
৩. মোঃ আবুল কালাম আজাদ কো-অপ্ট সদস্য
৪. হালিমা খাতুন শিক্ষক প্রতিনিধি
৫. মোঃ আকতার হোসেন শিক্ষক প্রতিনিধি
৬. মোঃ নওজেস আলী দাতা সদস্য
৭. মোঃ বিল্লাল হোসেন প্রতিষ্ঠাতা সদস্য
৮. মোঃ জাহিদুল ইসলাম অভিভাবক সদস্য
৯. মোঃ সাইদুর রহমান অভিভাবক সদস্য
১০. মোছাঃ সামছুন্নাহার অভিভাবক সদস্য
১১. আঃ সবুর আলী অভিভাবক সদস্য
সন জে.এস.সি এস.এস.সি
২০১০ ৩৬% -
২০১১ ৯৩% ৯৩%
২০১২ ৮৮% ৯৬%
২০১৩ ১০০% ১০০%
২০১৪ - ১০০%
ঝরে পড়া হ্রাস, উপস্থিতি বৃদ্ধি এবং এলাকার শিক্ষার হার বৃদ্ধি।
এলাকার দরিদ্র ও মেধাবী সকল শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করা এবং পাবলিক পরীক্ষায় ১০০% পাশ নিশ্চিতের ব্যবস্থা।
Mobile: 01716-788254, Email: gosaibarihighschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস