অত্র মাদ্রাসাটি বিগত ০১/০১/১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসা শিাবোর্ড হইতে স্মারক নং ৮৩৩(২৫)/ঔ-২০ তারিখ Ñ ১৮/১২/৫৮ ইং ০১/০৭/৫৮ ইং হইতে ৩০/০৬/৬০ ইং সাল পর্যন্ত ০২ বছরের জন্য দাখিল স্তরে মঞ্জুরী পায়। ০১/০৭/৬২ ইং সাল হইতে ৩০/০৬/৬৪ ইং পর্যন্ত ০২ বছরের জন্য আলিম স্তরে মঞ্জুরী পায়। ০১/০৭/৬৪ ইং হইতে ৩০/০৬/৬৬ ইং পর্যন্ত ০২ বছরের জন্য ফাযিল স্তরে মঞ্জুরী পায়। বিগত ২৬/০৪/২০০৭ ইং তারিখ হইতে ২৬/০৪/২০১১ ইং তারিখ পর্যন্ত ০৪ বছরের জন্য ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মঞ্জুরী প্রাপ্ত হয়। বিগত ২৭/০৪/১১ ইং তারিখ হইতে ২৬/০৪/১৫ ইং তারিখ পর্যন্ত ০৪ বছরের জন্য অধিভূক্তি নবায়নকৃত হয়। যাহার স্মারক নং ফা,কা,মাশি/ইবি-১২/১৮৩ তারিখ ১৮/০২/২০১২ ইং। অত্র মাদ্রাসাটি ০১/১২/৮৪ ইং সালে এমপিভূক্তি হয়।
১৯৫৫ ইং সালের প্রথম দিকে জটাবাড়ী পশ্চিম পাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে জটাবাড়ী মধ্যপাড়ায় জনাব মো. কলিম উদ্দিন সরকারের উদ্যোগে এবং জটাবাড়ী পূর্বপাড়ায় গন্যমান্য ব্যক্তিদের উদ্যোগে মোট ০৩ টি মক্তব প্রতিষ্ঠিত হয়। মক্তবগুলি দ্বীনি শিা প্রদান করে আসছিল। তাহার পর অত্র এলাকার নেতৃস্থনীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ১৯৫৬ ইং সালের শেষের দিকে জটাবাড়ী মধ্য পাড়ায় ১টি সাধারণ মিটিংয়ের আহবান করেন। উক্ত মিটিং এ জনাব মসলিম উদ্দিন ফকির, মো. আলাউদ্দিন সরকার, মো. কলিম উদ্দিন সরকার, মো. রফেতুল্লাহ সরকার, মো. শরাফত আলী, মো. ছবর আলী তালুকদার, নিশান উদ্দিন সরকার, আমান আলী মন্ডল, মো. মনছুর মুন্সী, আ. গণি মেম্বার জনাব মো. আ. রাজ্জাক লাল মিয়া ও মো. ময়েজ উদ্দিন মেম্বার, আ. কাদের মন্ডল সহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত মিটিংএ সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, জটাবাড়ী এবং তৎসংলগ্ন গ্রামের লোকদের ছেলেÑমেয়েদের পড়াÑলেখার জন্য মক্তবের পড়া যুগোপযোগী নহে। তাই যুগোপযোগী শিার জন্য ১টি ভালমানের মাদরাসা প্রতিষ্ঠা করা প্রয়োজন। সেই পরিপ্রেেিত ১৯৫৭ ইং সালের ১লা জানুয়ারী ৩টি মক্তব একত্রিত করিয়া মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই সময় হইতে বর্তমান সময় পর্যন্ত সুনামের সহিত অত্র মাদ্রাসাটি স্থানীয় জনগণের এবং সরকারের সহযোগিতায় পরিচালিত হইয়া আসিতেছে।
বর্তমান গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ও পদবী ঃ
ক্রমিক নং নাম পদবী
১. জনাব ডা: মীর ফরহাদুল আলম (মনি) সভাপতি
২. জনাব খন্দকার নজরুল ইসলাম সহ-সভাপতি
৩. জনাব ডা: নূরুল হুদা চিকিৎসক সদস্য
৪. জনাব মো. আ: মালেক বিএসসি বিদ্যোৎসাহী সদস্য
৫. জনাব মো. বাদশা তালুকদার (কাউন্সিলর) বিদ্যোৎসাহী সদস্য
৬. জনাব মো. হেলাল উদ্দিন অভিভাবক সদস্য
৭. জনাব আ. হাকিম মন্ডল অভিভাবক সদস্য
৮. জনাব মনির হোসেন অভিভাবক সদস্য
৯. জনাব ফখর উদ্দিন ফনু প্রতিষ্ঠাতা সদস্য
১০. জনাব খন্দকার জোবাইর হোসাইন শিক প্রতিনিধি
১১. জনাব খন্দকার আ. হাই শিক প্রতিনিধি
১২. জনাব মো. মোজাম্মেল হক শিক প্রতিনিধি
১৩. জনাব মুহাম্মাদ মুস্তাফা কামাল অধ্য ও সদস্য সচিব
কমিটির মেয়াদ ঃ ০১/০৩/২০১২ - ২৮/০২/২০১৫ খ্রিঃ পর্যন্ত
মোবাইল- ০১৭২০৩৫০৩৬৬।
পঞ্চম সমাপনী পরীা
সন পরীার্থীর সংখ্যা
উত্তীর্ণের সংখ্যা পাশের হার
২০১০ ৫০ ৪৫ ৯০%
২০১১ ৫২ ৫০ ৯৬%
২০১২ ৪০ ৩৭ ৯২.৫%
২০১৩ ২৮ ২৮ ১০০%
৮ম/জেডিসি পরীা
সন পরীার্থীর সংখ্যা
উত্তীর্ণের সংখ্যা পাশের হার
২০১০ ২৪ ২০ ৮৩%
২০১১ ২৯ ২৭ ৯৩%
২০১২ ২৯ ২৪ ৮৩%
২০১৩ ৩৪ ৩৩ ৯৭%
দাখিল পরীা
সন পরীার্থীর সংখ্যা
উত্তীর্ণের সংখ্যা পাশের হার
২০১০ ৪১ ৩২ ৭৮%
২০১১ ২৪ ২০ ৮৩%
২০১২ ২৩ ২০ ৮৭%
২০১৩ ১৯ ১৮ ৯৫%
২০১৪ ২৩ ২০ ৮৭%
২০১০ সালে দাখিল ৩ জন
২০১১ সনে দাখিল পরীায় অ+ ০১জন।
২০১৩ সনে এবঃ সমাপনী পরীায় ০১ জন অ+ সহ পাসের হার ১০০%
২০১৩ জেডিসি পরীায় ০২ জন সাধারণ বৃত্তি প্রাপ্তি।
২০১৩ সালে জে.ডি.সি-তে ২ জন
ডিজিটাল বাংলাদেশ গড়ার ল্েয উন্নত পাঠদানসহ বিজ্ঞান শাখা, ভোকেশনাল শাখা, কম্পিউটার শাখা এবং কামিল খোলার পরিকল্পনা আছে।
মোবাইল- ০১৭২০৩৫০৩৬৬।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস