বিদ্যালয়টি পাহাড়ী লাল মাটি এলাকায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন শিক্ষা বিস্তার করে ২০০২ সালে নিম্ন মাধ্যমিক স্তরে এম.পি.ও ভুক্তি লাভ করে। বর্তমানে স্তর পরিবর্তনের এম.পি.ও ভুক্তির অপেক্ষমান। এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষার ফলাফল সস্তোষজনক।
প্রত্যন্ত পাহাড়ী শাল সেগুনে ঘেরা আউশনারা ইউনিয়নে নেদুর বাজার এলাকা যখনই শিক্ষা থেকে বহুপিছিয়ে ছিল ঠিক সেই মুহুর্তে এলাকার হিতৈষী ব্যক্তি বর্গ প্রাণ-পণ চেষ্ঠা করে ১৯৯৫ সালে বিদ্যালয়টি স্থাপন করেছেন। প্রতিষ্ঠাকালীন সময়ে মহিষমারা নেদুর বাজার এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব নেদু মন্ডল সাহেবের সু-যোগ্য তিন সন্তান ১। আলহাজ হাসমত আলী সরকার ২। ইসমাইল হোসেন মন্ডল, ৩। আলহাজ মফিজ উদ্দিন মন্ডল এর ১.০৪ একর দানকৃত জমির উপর বিদ্যালয়টি স্থাপিত হয়। শুধু তাই নয় বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতির লক্ষে সার্বিক সহযোগিতা করে আসছেন। দীর্ঘ সময় থেকে বিদ্যালয়টি শিক্ষা বিস্তারের কাজটি সুচারূ ভাবে চালিয়ে যাচ্ছে।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য ঃ
ক্রঃ নং নাম পদবী ক্যাটাগরী
১. আলহাজ কাজী আঃ মোতালেব সভাপতি জন প্রতিনিধি
২. মোঃ ইসমাইল হোসেন মন্ডল প্রতিষ্ঠাতা সদস্য প্রতিষ্ঠাতা সদস্য
৩. মোঃ চান মামুদ খান অভিভাবক সদস্য অভিভাবক
৪. মোঃ আঃ লতিফ অভিভাবক সদস্য অভিভাবক
৫. মোঃ ইউনুছ আলী অভিভাবক সদস্য অভিভাবক
৬. মোঃ উছমান আলী অভিভাবক সদস্য অভিভাবক
৭. মোছাঃ মিনারা বেগম অভিভাবক সদস্য (মহিলা) অভিভাবক
৮. মোঃ শামছুল আলম শিক্ষক প্রতিনিধি শিক্ষক
৯. মুহাম্মদ নিজামুল ইসলাম বাদল শিক্ষক প্রতিনিধি শিক্ষক
১০. হেনা আক্তার শিক্ষক প্রতিনিধি শিক্ষক
১১. মুহাম্মদ ইমাম হোসেন সম্পাদক প্রধান শিক্ষক
পরীক্ষা ২০১০ ২০১১ ২০১২ ২০১৩ ২০১৪
জে.এস.সি ৮৫.৭৩% ৭৫.৫৬% ৮১.৮২% ৯৬.১৫% -
এস.এস.সি ৮৯.৪৭% ৮৬.৩৬% ৯৬.৭৭% ৯২.৩১% ৯২.৫৯%
পরীক্ষা ২০১০ ২০১১ ২০১২ ২০১৩ ২০১৪
জে.এস.সি ৮৫.৭৩% ৭৫.৫৬% ৮১.৮২% ৯৬.১৫% -
এস.এস.সি ৮৯.৪৭% ৮৬.৩৬% ৯৬.৭৭% ৯২.৩১% ৯২.৫৯%
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবক, কমিটি সহ সুধী জনদের নিয়ে নিয়মিত সমাবেশ করা ও ঝড়েপড়া শিক্ষার্থীদের জন্য হোমভিজিট করা এবং একীভূত শিক্ষাকে ত্বরান্বিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস