১৯৬৩ সনে ৯০ ফুট দীর্ঘ এবং বারান্দাসহ ১৮ ফুট প্রস্থ একটি আধোপাকা বিল্ডিং স্থাপিত হয়েছিল। বর্তমানে ঘরের চাল নষ্ট। ২০০৬ সনে ৫২ ফুট দীর্ঘ একটি পাঁকা ভবন, ২০১০ সনে উহার উপর দ্বিতলা ভবন স্থাপিত হয়েছে।
পুরতান জমিদার হেমচন্দ্র চৌধুরী ১৯১০ সালে ৬২ শতাংশ ভূমিতে বিদ্যালয়টি স্থাপন করেন।
১. মোঃ আঃ হামিদ,সভাপতি।
২. আমির হামজা মাখন, সহ সভাপতি
৩. ছানোয়ার হোসেন,সদস্য
৪. রাজিয়া , সদস্য
৫. মোছাঃ লুৎফা বেগম, সদস্য
৬. আব্দুল হাই, সদস্য
৭. ফিরোজা বেগম, সদস্য
৮. আবুল হোসেন, সদস্য
৯. মতিয়ার রহমান, সদস্য
১০. আলহাজ ফরমান হোসাইন, সদস্য সচিব
সন মোট পরীক্ষার্থী উত্তীর্ণ পাশের হার
২০০৭ ৩৮ ৩৫ ১০০%
২০০৮ ২৯ ২৭ ৯৩%
২০০৯ ৫০ ৫০ ১০০%
২০১০ ৪৪ ৪৪ ১০০%
২০১১ ৩৯ ৩৯ ১০০%
২০০৭- বৃত্তি নাই
২০০৮- বৃত্তি নাই
২০০৯- বৃত্তি ৩ জন (ট্যালেন্টপুলে-১, সাধারণ-০২)
২০১০-১ জন (সাধারণ)
২০১১- ৩ জন। (ট্যালেন্টপুলে-১, সাধারণ-০২)
ভর্তির হার ১০০%। ঝড়ে পড়ার হার ০%।
লেখাপড়া মানের অগ্রগতি। ঝড়ে পড়া রোধ। ভর্তি হার ১০০% বজায় রাখা।
প্রধান শিক্ষক- আমবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রাম- আমবাড়ীয়া, ডাকঘর ঃ আমবাড়ীয়া, উপজেলা- মধুপুর, জেলা- টাংগাইল। মোবাইল নং-০১৭৬২৮৬১০৫২
----
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস