১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য আলহাজ মো. নূর রহমান ও এলাকা বাসির আন্তরিক সহযোগিতায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত “মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়”। ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে সরকারের শিক্ষা সম্প্রসারন নীতির আওতায় অগ্রসরমান বিদ্যালয় হিসেবে একাদশ শ্রেণি খোলার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের প্রথম স্বীকৃতি প্রাপ্ত মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়টিকে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (স্কুল এন্ড কলেজ) রুপান্তরিত করা হয়।
প্রতিষ্ঠাকাল থেকেই প্রতিষ্ঠানটি জুনিয়র বৃত্তি ও বিভিন্ন পাবলিক পরীক্ষায় মেধাস্থানসহ বরাবরই অত্যন্ত ভাল ফলাফল করে আসছে এবং প্রতিষ্ঠানটি টাঙ্গাইল জেলা তথা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
মধুপুর চিরপরিচিত ভৌগোলিক একটি নাম। জেলাসদর টাঙ্গাইল হতে ময়মনসিংহ এবং জামালপুর সংযোগকারী মহাসড়কের মাঝপথে বংশাই নদীর তীরে এর অবস্থান। বংশাই ব্রীজের উত্তর পাড়ে বাসস্ট্যান্ড, আর দক্ষিণ পাড়ে চলমান রাস্তার পশ্চিমে থানা, পূর্বে সামান্য এগিয়ে উপজেলা কমপ্লেক্স। উপজেলা পরিষদ ভবন সংলগ্ন মহান স্বাধীনতা যুদ্ধের বধ্যভূমির পাশে ‘মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’ এর স্কুল শাখা আর পাশেই প্রতিষ্ঠানের খেলার মাঠে প্রান্তদেশ ঘেষে কলেজ শাখার ইমরাত। ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষে সরকারের শিক্ষা সম্প্রসারণ নীতির আওতায় অগ্রসরমাণ বিদ্যালয় হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের প্রথম স্বীকৃতি প্রাপ্ত মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রীরা ১৯৯৭ সালে এইচ.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ প্রতিষ্ঠাটি ২০০৩ সনের এইচ.এস.সি পরীক্ষায় ঢাকা বোর্ডের টপটেন কলেজের নবম স্থান অধিকারী, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ২০০৪ সনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত পদক প্রাপ্ত।
বর্তমান পরিচালনা পরিষদের তথ্য পরিচালনা পরিষদ
ক্রমিক নং নাম পদবী
১. আলহাজ্ব মো. নূর রহমান সভাপতি ও প্রতিষ্ঠাতা
২. জনাব শোয়েব আহমদ দাতা সদস্য
৩. জনাব মো. সরোয়ার আলম খান আবু অভিভাবক সদস্য (বিদ্যালয়)
৪. জনাব মো. খালেদুজ্জামান অভিভাবক সদস্য (বিদ্যালয়)
৫. জনাব মো. আব্দুল লতিফ অভিভাবক সদস্য (কলেজ)
৬. এ.কে.এম জাকির হোসেন অভিভাবক সদস্য (কলেজ)
৭. মো. শফিকুর রহমান বিদ্যোৎসাহী সদস্য
৮. জনাব রোখসান আরা অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা)
৯. জনাব হাজী মো. আব্দুল মান্নান শিক্ষক প্রতিনিধি
১০. জনাব মো. জাকির হোসেন চৌধুরী শিক্ষক প্রতিনিধি
১১. জনাব জাকিয়া সুলতানা শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা)
১২. জনাব মো. বজলুর রশীদ খান অধ্যক্ষ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সদস্য সচিব
বিগত ৫ বছরের সমাপনী/ পাবলিক পরীক্ষার ফলাফল
জে.এস.সি পরীক্ষার ফলাফল
সন মোট পরীক্ষার্থী মোট পাশ শতকরা হার
২০১০ ৩৬০ ৩৬০ ১০০%
২০১১ ৩৩৪ ৩৩৪ ১০০%
২০১২ ৩৯১ ৩৯১ ১০০%
২০১৩ ৪৩৯ ৪৩৯ ১০০%
এস.এস.সি পরীক্ষার ফলাফল
সন মোট পরীক্ষার্থী মোট পাশ শতকরা হার
২০০৯ ২৪৫ ২৪৪ ৯৮.৫৯%
২০১০ ২৭১ ২৬৮ ৯৮.৮৯%
২০১১ ২৫২ ২৫১ ৯৯.৬১%
২০১২ ২৬০ ২৬০ ১০০%
২০১৩ ৩০০ ২৯৭ ৯৯%
২০১৪ ২৮৯ ২৮৮ ৯৯.৬৬%
এইচ.এস.সি পরীক্ষার ফলাফল
সন মোট পরীক্ষার্থী মোট পাশ শতকরা হার
২০০৯ ৩৩০ ৩২৩ ৯৭.৮৮%
২০১০ ৩৩৫ ৩০২ ৯০.১৫%
২০১১ ৩৪২ ৩২৯ ৯৬.২০%
২০১২ ৩৭৩ ৩৬২ ৯৭.০৫%
২০১৩ ৩৬৬ ৩৪৯ ৯৫.৩৬%
বিগত ৫ বছরের জুনিয়র বৃত্তির পরীক্ষার ফলাফলঃ
সন মেধা সাধারণ মোট
২০০৯ ১২ ২৫ ৩৭
২০১০ ২৪ ৩৭ ৬১
২০১১ ১১ ২৬ ৩৭
২০১২ ১৬ ২৮ ৪৪
২০১৩ ১৯ ৩৪ ৫৩
* ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্লাশে সরকারী বৃত্তি, উপবৃত্তি, ফ্রি
স্টুডেন্ট শিপের মাধ্যমে প্রায় ১০৫৪ জন শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করে।
এস.এস.সি ও এইচ.এস.সি তে মোট ৯ জন বোর্ড স্ট্যান্ড করেছে।
২০০৩ সালে এইচ.এস.সি পরীক্ষার ভিত্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের টপটেন কলেজের মধ্যে ৯ম স্থান অর্জন।
২০০৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃত (শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক)।
২০০৯ সালে শিশু একাডেমি কর্তৃক আয়োজিত মৌসুমি সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশীপ অর্জন। ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন সময় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিশেষ নৈপূণ্য অর্জন করেছে।
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৩ জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে সরকারী বৃত্তিতে জাপান ভ্রমণ। ১০০% ফল ও বিভিন্ন প্রতিযোগিতায় (বির্তক, রচনা, স্কাউট) সফলতা।
ভবিষ্যতে এ প্রতিষ্ঠানে স্নাতক(পাস) স্নাতক (সম্মান) কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। সকল পাবলিক পরীক্ষায় ১০০% পাস এবং ও গ্রেড যাতে কোন শিক্ষার্থী না পায় সে বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা। নকল, ধুমপান ও রাজনীতিমুক্ত, ডিজিটাল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। ৬০ জন শিক্ষার্থীর সমন্বয়ে সেকশনের ব্যবস্থা করা। এর জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করে আধুনিক পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করা। কম্পিউটার ল্যাবকে আরও সমৃদ্ধ করে এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে গুণগত দিক দিয়ে দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
মধুপুর, টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস