গৃহসংখ্যা ৪টি। ০১টি পাকা ও ৩টি আধাপাকা, কক্ষ সংখ্যা ৭টি। জমির পরিমান ৯৫ শতাংশ। মোট ছাত্র-ছাত্রী ৪৩৮ জন। বেঞ্চ ১০৬টি, টেবিল ০৯টি, চেয়ার ১৫টি এবং আলমারী ০২টি। ল্যাট্রিন ও টিউবওয়েল আছে। একটি বড় খেলার মাঠ আছে এবং মাঠের চারিদিকে অর্থাৎ সীমানা প্রাচীর ঘেঁষে ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে।
মিদাতা শ্রীনাথ মন্ডল নিম্নলিখিত ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৯৩৩ সালে আউশনারা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ব্যক্তিবর্গরা হলেন- (১) আছর আলী মন্ডল (২) আরফান আলী মন্ডল (৩) ইয়াছিন তালুকদার (৪) ইফাইত উল্যাহ মন্ডল (৫) জাবেদ আলী সরকার (৬) মোঃ জবান সরকার (৭) মনির উদ্দিন শাহ (৮) জহির সরকার (৯) জুব্বার হাজী (১০) বয়েত উল্যাহ মুন্সী (১১) মোঃ ইফাইত হাজী।
ক্রঃ নং নাম পদবী ক্যাটাগরী
০১ বাবু অনন্ত কুমার আদিত্য সভাপতি উচ্চ বিদ্যালয় শিক্ষক
০২ মোঃ আব্দুল সালাম সহ-সভাপতি শিক্ষানুরাগী পুরুষ
০৩ মোঃ আনোয়ার হোসেন সদস্য ইউপি সদস্য
০৪ মোঃ আজাহার আলী সদস্য অভিভাবক সদস্য
০৫ মোঃ তোতা মিয়া সদস্য অভিভাবক সদস্য
০৬ মোছাঃ রাশিদা বেগম সদস্য মেধা অভিভাবক
০৭ মোছাঃ নাজমা বেগম সদস্য অভিভাবক সদস্য
০৮ মোছাঃ সেলিনা ইয়াসমিন সদস্য অভিভাবিকা সদস্য
০৯ মোছাঃ হাওয়া ইয়াসমিন সদস্য শিক্ষক প্রতিনিধি
১০ মোছাঃ শারমীন আক্তার সদস্য বিদ্যুৎসাহী মহিলা
১১ মোঃ আজিজুর রহমান সদস্য সচিব প্রধান শিক্ষক
১০০%
---
শতভাগ ভর্তি ও শতভাগ পাশ।
শতভাগ পাশ ও শতভাগ ভর্তি ধরে রাখা। উপস্থিতির হার শতভাগ, ঝরে পড়া রোধ ১০০% করা। শিক্ষার পরিবেশ অধিক উন্নত করা। সর্বোপরি এ বিদ্যালয়কে বাংলাদেশের একটি ডিজিটাল প্রাথমিক বিদ্যালয়ে পরিণত করা।
মোঃ আজিজুর রহমান, প্রধান শিক্ষক
আউশনারা সরকারী প্রাথমিক বিদ্যালয়
মধুপুর, টাংগাইল।
মোবাইল ঃ ০১৭২৪-৮৩৫৬৬২, ০১৮৩৬-৭৪৭৪৩২
শ্রেণী বালক বালিকা মোট
১ম শ্রেণী ৩৯ ২৮ ৬৭
২য় শ্রেণী ৪৯ ৫৩ ১০২
৩য় শ্রেণী ৪১ ৫৫ ৯৬
৪র্থ শ্রেণী ৩৯ ৪৩ ৮২
৫ম শ্রেণী ৪৩ ৪৮ ৯১
মোট- ২১১ ২২৭ ৪৩৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস