ভবানীটেকি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি টাংগাইল জেলার মধূপুর উপজেলাধীন মির্জাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মধুপুর জয়েন শাহী গড় এবং রাবার বাগান সংলগ্ন পশ্চিম পার্শ্বে লাল মাটি ঘেঁষা এক মনোরম পরিবেশের অবস্থিত।বিদ্যালয়টি অখন্ড ৭৭ শতাংশ জমির উপর অবস্থিত। বিদ্যালয়টি দণি পার্শ্বে ১৫ শতাংশ জমির উপর একটি কাঠাল ও আকাশ মনি গাছের বাগান অবস্থিত। বিদ্যালয়টি পূর্ব পার্শ্বে প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয়ের সাথে পশ্চিম পার্শ্বে সবুজের ভরপুর বিশাল ফসলের মাঠ। বিদ্যালয়টিতে প্রধান শিক, সহকারী শিক ও মেয়েদের একটি কমন রুম মেঝে পাকা ২৫ হাত একটি গৃহ আছে। এছাড়া ছাত্র/ছাত্রীদের নতুন একটি ২৫ হাত দুই ক এবং ৫০ হাত তিন ক বিশিষ্ট টিন সেট পুরাতন গৃহ আছে। আসবাবপত্র এবং আরো শ্রেণি ক প্রয়োজনীয় তুলনায় ছোট থাকায় পাঠ দান করা কষ্টকর।
ভবানীটেকি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মো. হাবিবুর রহমান সরকার এবং দাতা জনাব মো. জোয়াদ আলী সরকার ও জনাব মো. ফরহাদ আলী সরকার এর পরামর্শ ক্রমে লাল মাটি ঘেঁষে পাহাড়ীয়া এলাকায় দরিদ্র পশ্চাৎপদ এলাকায় ৫-৬ কিলোমিটার এর মধ্যে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় এবং আশ পাশে ৫টি প্রাথমিক বিদ্যালয় থাকা স্বত্বেও কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। তাই তারা চিন্তা ভাবনা করে এলাকায় কোমল মতি ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারে না এবং তাদের জীবনে অন্ধকার নেমে আসে। এলাকার কোমল মতি ছেলে-মেয়েদের কথা চিন্তা ভাবনা করে এবং এলাকার উন্নয়নের কথা ভেবে ভবানীটেকী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। আশ-পাশে গ্রামে লোকজন ডেকে পরামর্শমূলক আলোচনা সভা করেন। আলোচনা সভায় সকলেই ভবানী টেকি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপের ঐক্যমত পোষণ করেন এবং হাবিবুর রহমান, জোয়াদ আলী, ফরহাদ আলী জমি দান করার স্বীকৃতি দেন। এছাড়া তারা সহ এলাকার লোকজন টাকা পয়সা, বাঁশ, কাঠ, টিন ইত্যাদি দিয়ে সহযোগীতা করেন। এভাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সদস্য সংখ্যা ১৩ জন
৬ষ্ঠ শ্রেণি Ñ ৯৮ %
৭ম শ্রেণি Ñ ৯৯%
৮ম শ্রেণি Ñ ৯৭.৫৬%
সরকার কর্তৃক প্রদত্ত বিনা মূল্যে বিতরণকৃত পাঠ্যবই ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ, মাধ্যমিক শিা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করেছেন।
উচ্চ বিদ্যালয় (প্রক্রিয়াধীন) বাস্তবমুখী শিা/ কারিগরি শিা শাখা চালু করা। পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়- এ উন্নীত করা।
ভবানীটেকী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘরঃ আম্বাড়ীয়া, উপজেলা ঃ মধুপুর, জেলাঃ টাংগাইল। মোবাইল ঃ ০১৭২১-০৮৬৭৫৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস